
মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা কাজী বাড়ীর সামনের গুদামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৩৯ বস্তা সরকারী চাউল জব্দ করে।
এ সময় এসিল্যান্ড মেহেদি হাসান ফারুক ও ফুলপুর থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা সাথে সহযোগীতা করেন।
১৭ এপ্রিল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় পৌর এলাকার গোদারিয়া গ্রামের হাসান আলীর পুত্র তফাজ্জল হোসেন (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জব্দকৃত চাউল ফুলপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায় যে,জব্দকৃত সরকারী চাউল একটি সংঘবদ্ধ কালোবাজারী মুনাফাখোর চক্র উপজেলার নিয়োগপ্রাপ্ত কতক অসাধু ডিলারদের যোগসাজসে গোপনে ক্রয় করে উক্ত গুদামে মজুদ করেছিলো।ফুলপুরের শাহ্পুর এলাকা হতে এ চাউল উক্ত গুদামে আনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফুলপুরে সরকারী চাউল নিয়ে এরকম কালোবাজারির ইতিহাস নতুন নয়।বিগত বিভিন্ন সরকারের আমলে এ সিন্ডিকেটটি গড়ে উঠেছে। কালোবাজারী সিন্ডিকেট ভাঙতে উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করে প্রকৃত চাউল চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন উপজেলার সর্বস্তরের সচেতন জনগন।