শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
তৃতীয়বারের মত বিনামূল্যে বাজার বিতরণ করেছে বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগি ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন মাঠে এই বাজার বিতরণ করা হয়। সমাজের অসহায় গরিব মানুষের হাতে রমজান উপলক্ষে এই বাজার তুলে দেওয়া হয়। এসময় বিনামূল্যে বাজার পান প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র পরিবার।বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ একটি সমাজসেবী সংগঠন। মানুষের সহযোগিতায় নানাভাবে হাত বাড়ায় তারা। তাঁদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কার্যক্রম হচ্ছে বিনামূল্যে বাজার বিতরণ। প্রতি বছর রমজান উপলক্ষে তারা এই কার্যক্রম হাতে নেয়। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। নির্বাচিতপ্রতিটি অসহায় পরিবার ১কেজি মাছ ( কই মাছ, শিং মাছ), মুড়ি ১ কেজি, ছোলা আধা কেজি, খেজুর আধা কেজি,কলা দুই হালি, স্যালাইন ৫ প্যাকেট,চিনি আধা কেজি, কাঁচা মরিচ আধা কেজি, টমেটো ১ কেজি, আলু ১কেজি,বেগুন ১কেজি, সয়াবিন আধা লিটার,পেঁয়াজ ১কেজি,রসুন আধা কেজি,ডাল আধা কেজি, লবন ১ কেজি এবং ১টি করে পাতা কপি পায়।বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোছা: হাজেরা আক্তার বলেন,মানুষের পাশে থাকতে ভালো লাগে তাই এই সংগঠনে জড়িত হয়েছি। গরিব মানুষ যাতে একটু স্বাচ্ছন্দ্যে রমজান মাস খেতে পারে সেজন্যই এই আয়োজন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24