মোঃ আবু রায়হান,নিজস্ব প্রতিনিধিঃ-
সাহিত্যিক শাম্মী তুলতুল পেলেন কথাসাহিত্যে প্রকাশনা সংস্থা বাঙালি সাহিত্য সম্মাননা ২০২৪। প্রকাশনা সংস্থা বাঙালি ও বাঙালি সংস্কৃতি কেন্দ্র আয়োজন করে হেমন্তের কবিতা পাঠ আর গুনীজন সম্মাননা অনুষ্ঠান। কথাসাহিত্যিক.কবি. মুক্তিযোদ্ধা ইসহাক খানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক আরিফ মইনুদ্দিন.বিশেষ অতিথি ছিলেন লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ৯ নভেম্বর বিকাল ৪ টায়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রলি আক্তার। সার্বিক তত্তাবধানে ছিলেন কবি সংগঠক সভাপতি বাঙালি প্রকাশক আরিফ নজরুল।।শাম্মী তুলতুল একাধারে দুই বাংলার জনপ্রিয় কবি.উপন্যাসিক.শিশুসাহিত্যিক।লিখালিখি করছেন জাতীয় ও ভারতীয় পত্রিকায় ছোটবেলা থেকেই। তাছাড়া সমাজের নানা অসংগতি নিয়েও তিনি লেখালেখি করে যাচ্ছেন সব সময়। সকল বইতে থাকে শিক্ষনীয় মেসেজ।প্রকাশিত বইয়ের সং খা ভারত /বাংলাদেশ মিলিয়ে ১৬ টি।তিনি বলেন যেখোনো সম্মাননা সম্মান বয়ে আনে। এটা আল্লাহর দেওয়া। বাঙালি প্রকাশনার জগতে খুব সুনাম কুড়িয়েছে।আমি কমিটির সবার প্রতি কৃতজ্ঞত।