স্বাধীন বাংলাদেশ নিউজ ডেক্স :-
বিপিএলের ফাইনালের সময় পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে শ্রেষ্ঠত্বের ম্যাচ। অর্থাৎ আগামীকাল মিরপুরে সন্ধ্যা ৭টার পরিবর্তে ৬টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে চিটাগাং কিংস।বরিশালের লক্ষ্য টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে নামবে চিটাগাং।এক যুগ পর গতকাল রোমাঞ্চকর এক জয়ে আবারও ফাইনালে উঠেছে চিটাগাং। আলিস আল ইসলামের বীরত্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়েছেন চিটাগাং।আহত হয়ে মাঠের বাইরে যাওয়া আলিস শেষ বলে মাঠে নেমে চার মেরে দলকে জয় এনে দিয়েছেন।ফাইনাল নিয়ে আজ তামিম ইকবাল জানান, যে দল নার্ভ ধরে রাখতে পারবে সে দলই জিতবে। ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক বলেছেন, ‘যে দল বেশি শান্ত থাকবে তাদেরই জেতার চান্স বেশি। আমি কোয়ালিফায়িংয়ে অনেক নার্ভাস ছিলাম।আমি আগের ২ বার ফাইনাল খেলেছি। অত বেশি চিন্তিত থাকি না ফাইনালে। আশা করি, কালকের দিনও এভাবে যাক। ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি শান্ত থাকতে না পারেন, চাপে পড়ে যান, তখনই ভুল করবেন। শান্ত থাকা দলই বেশি সুযোগ পাবে।’
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24