আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন সিনহা ফুড প্রোডাক্টস-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।তিনি জানান, ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায়, বিএসটিআই কর্তৃক মাত্র একটি প্রডাক্টের লাইসেন্স পেলেও তারা বেশ কয়েক ধরনের চিপস, পাঁপড় উৎপাদন করে আসছেন। এছাড়া সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং আড়ং মোজ্জারেলা চিজ-এসিআই পিওর সল্টের মোড়কে নিম্নমানের চিপস প্যাকেটজাত করতে দেখা যায়। গোডাউনে বিপুল পরিমাণে নিম্নমানের জুস পাওয়া যায়, যার কিউআর কোড স্ক্যান করলে উৎপাদনকারী কোম্পানি সম্পর্কে কিছু জানা যায়নি।মধুপুর থানা পাড়া এলাকায় অবস্থিতউল্লিখিত অপরাধে সিনহা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবিলম্বে নিম্নমানের চিপস-জুস বিক্রি বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
জনস্বাস্থ্যে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24