
মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল
ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী গ্রামের যুব সমাজের উদ্যোগে বাংলা নববর্ষকে উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল বেলায় ভালকী গ্রামে হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে রশিটান খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
খেলাটির শুভ উদ্বোধন করেন,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য, হযরত আহমেদ সাকিব।তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য জোবায়ের হোসেন তালুকদার খেলাটির সার্বিক পরিচালনা করেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য,ঢাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান,তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক, ফুলপুর তারাকান্দার গণমানুষের প্রিয় নেতা জননেতা(১৪৭,ময়মনসিংহ-২ হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী)মোতাহার হোসেন তালুকদার সাহেবের নির্দেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য শাহজাহান সিরাজ, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য, বালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরকার,তারাকান্দা উপজেলা জিসাসের সভাপতি মাসুদ খান,তারাকান্দা উপজেলা জাসাস এর আহবায়ক মাজেদুল হক আকন্দ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্ববধানে ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা।উপস্থিত সকলেই খেলাটি উপভোগ করে আনন্দ চিত্তে বাড়ি ফেরেন।