মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৫/১০/২০২৪ তারিখ গ্রেফতার ০৩ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ওমর ফারুক রাজু সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। হাসান (১৯), পিতামৃত-লতিশাহ ওরফে লতি মিয়া, সাং-দিঘারকান্দা, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাদ্দাম হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রনি (৩৯), পিতা-হবি মিয়া, সাং-ব্রাহ্মপল্লী ১৩/ই পুরোহিতপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই জাহিদুল হাসান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ জিআর বডি তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। হৃদয়, পিতা-আব্দুল মজিদ, স্থায়ী-১: (মাসকান্দা পলি টেনিকের মোড়, বড় ফিসারীর পাশে), উপজেলা/থানা-ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ: বর্তমান: (পাটগুদাম রেলির মোড় ইসলামবাগ), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।