
আহসান হাবীব,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে মোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে গণসংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক (হায়দারী)।মোবারকপুর ইউনিয়ন শাখা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিয়া)।নুরুল ইসলাম মারুফের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানেমোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ ফরহাদ হোসেন (রুবেল), সহ-সভাপতি মো: এজাবুল হক চৌধুরী, সাধারন সম্পাদক জালাল উদ্দিন জেম , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আসগার আলী । সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল হক সহ ৭১ জন বিশিষ্ট সদস্যের কমিটির নেতৃবৃন্দকে ফুলেল মালা দিয়ে সংবর্ধণা দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।