রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মুখটি ঝলসে গেছে এবং তার বাঁ হাতটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে কেরোসিন বা দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে হয়তো মরদেহ ভুট্টাখেতে ফেলে রেখে যায় তারা। রাতে ওই মরদেহের শরীর থেকে বাম হাতটি ছিঁড়ে নিয়ে গেছে শিয়াল। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামের লোকজন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ানোর ক্ষতচিহ্ন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24