মোঃ হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধিঃ-
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে মারাত্নক আহত করা হয়।স্থানীয়রা কালবেলাকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরের পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মেডিকেলে নেবার পথেই তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ জানান, রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মিয়াকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা নির্মমভাবে তানভীরকে হত্যা করেছে তাদের সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।মা নেই, বাবা জেলে- তিন বোন নিয়ে বিপাকে সাজ্জাদ রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলার যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।তিনি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং দলীয় কোন সংঘাতের বিষয় জানা যায়নি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঘটনাস্থলে আছেন। অফিসিয়ালি কিছু বলতে পারছি না। ডেথ সার্টিফিকেট পাইনি এখনো। তবে ভিকটিমের কাছের লোকজন বলছে সে মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24