
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড় সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সং”ঘ”র্ষে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আ”হ”ত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টার দিকে দ্রুতগতির একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সং”ঘ”র্ষ হয়।দু”র্ঘ”ট”না”য় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এ সড়কে প্রায়ই দু”র্ঘ”ট”না ঘ”টে, যার মূল কারণ অতিরিক্ত গতি ও অসতর্কতা।স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই তথ্য লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায় নি।