০৯-০২-২০২৫,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর কাটাখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সমসাদিপুর দক্ষিণ পাড়ায় জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন,তাদের মধ্যে ১ জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন ।আহতদের মধ্যে মো. ইসরাফিল হোসেনের ছেলে আবির ও আসিফ,মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে ইকবার হোসেন, ইকবারের স্ত্রী নাজমা বেগম,এবং মহি সদ্দারের ছেলে নাহিদ ইসলাম অন্তর্ভুক্ত।তারা জানান,১৯৭৮ সাল থেকে তাদের মালিকানাধীন ৪০ শতাংশ জমি ও পুকুরে মাছ মাড়ার জন্য ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জোরপূর্বক দখল করার চেষ্টা করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।এ সময় তারা মহি সর্দারের বাড়ি ভাঙচুর করে। সামসুদ্দিন মন্ডলের পুকুর ছাড়া গ্রামের আরো বেশ কিছু জমি তারা দখলে নেয়।এ ঘটনায় আহতরা অভিযোগ করেছেন যে,জমি দখলের নেতৃত্বে ছিলেন আব্বাস নামের এক ব্যক্তি,যার সঙ্গে ছিলেন মো. জয় (২৫), মো. শহিদুল (৩৭), মো. মকবুল (৪৫), আলম (৩৫), শাহাদাৎ (২৫), শাহিন (৩২), এবং রুবানের ছেলে রজব (৪০)।স্থানীয় সূত্রে জানা গেছে,এই ব্যক্তিরা গত ৫ ফেব্রুয়ারি সকাল থেকে জমির দখল নিতে শুরু করেন এবং গাছ কেটে ফেলেন, মাছ মাড়াতে শুরু করেন। তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন এবং জমি ছেড়ে না দিলে আরও হামলা চালানোর হুমকি দেন। এই হামলার ফলে ভুক্তভোগীরা গুরুতর আহত হন, তাদের মধ্যে আবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।এ ঘটনায় কাটাখালী থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্থানীয়রা জানিয়েছেন,আবু,কুদ্দুস ও রুবান এর পরিবারসহ তাদের স্বজনরা কোনো সন্ত্রাসী বাহিনীর উস্কানিতে এই হামলা চালিয়েছে। তারা আশা প্রকাশ করছেন যে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সঠিক সমাধান হবে এবং সন্ত্রাসী হামলাকারীরা আইনের আওতায় আসবে।এই বিষয়ে জানতে চাইলে কাঠাখালি থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টা আমরা শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24