নিজস্ব প্রতিবেদক,
গত ০৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম হতে রাত ০৯:২০ টায় দুইজন মাদক কারবারিকে ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ মাজদার হোসেন (৫০) ও ২। মোঃ রকি হোসেন (২০)। মোঃ মাজদার হোসেন রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামের মৃত ছাইদার রহমানের পুত্র এবং মোঃ রকি হোসেন গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ০৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৭:৪৫ টায় চারঘাট থানাধীন কাকরামাড়ি ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বসতবাড়ীর মেইন গেইটের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ০৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৭:৫৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাজদার হোসেন ও মোঃ রকি হোসেনদ্বয়ের দেহ তল্লাশিকালে তাদের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24