
আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৬৭ নং নামোজগন্নাথপুর বাবুপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে জমি দাতাসহ এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, ২০২১ সালে পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হলে তিনি ও তার পিতা এনামুল হক বিদ্যালয়টির জন্য জমি দান করেন। ২০২২ সাল থেকে মোঃ আব্দুল আওয়াল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তিনি পিটিআই ট্রেনিংয়ের জন্য ২০২৪ সালের জুলাই মাসে ১০ মাসের ছুটিতে গেলে দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষক মোঃ মামুন আলীকে।
ট্রেনিং শেষে ২০২৫ সালের ৪ মে আব্দুল আওয়াল বিদ্যালয়ে যোগদান করলে মামুন আলী তার কাছে দায়িত্ব হস্তান্তর না করে বাধা দেন। এ নিয়ে রোববার সকালে বিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়।
এসময় তরিকুল ইসলাম ও তার পিতা এনামুল হক স্কুলে উপস্থিত হলে মামুন আলী ও তার সঙ্গে থাকা ১৫-২০ জন লোক তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম। এতে এনামুল হক ও আব্দুল আওয়াল গুরুতর আহত হন এবং তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: মুসাব্বির হোসেন খান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি করে দিয়েছি, যারা তদন্ত করবে তাদের তদন্ত রিপোর্ট ব্যবস্থা নেওয়ার জন্য জেলায় হস্তান্তর করা হবে।