শাহীন আকতার, চাঁপাইনবাবগঞ্জঃ-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজ ২৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখ সীমান্ত এলাকায় (৫৯ বিজিবি) মহানন্দা ব্যাটালিয়নের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের সাথে অধিনায়কের মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (৫৯ বিজিবি) মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন; (৫৯ বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম কিবরিয়া; অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি)এসময় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজহার আলী, উপজেলা নিবার্হী অফিসার; শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। মোঃ গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ; শিবগঞ্জ থানা ও অধ্যাপক মোহাঃ তোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।প্রসঙ্গতঃ প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে কেন্দ্র করে (০৫ জানুয়ারি) আগে উত্তেজনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও শনিবার (১৮ জানুয়ারি) গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। শূন্যরেখার কাছে কয়েহাজার মানুষ জড়ো হয়। এতে পায়ের চাপে নষ্ট (পৃষ্ঠ) হয় প্রায় ১০০শ/১৫০শ বিঘা জমির ফসল। পরবর্তীতে গতকাল (২২ জানুয়ারি) সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।উক্ত সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম, মালদা সেক্টর বিএসএফ।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24