
আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ
“এসো আলোকিত মানুষ তৈরি করি, উন্নত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার গুনগত মান উন্নয়নের প্রয়াস, গুণিজন শ্রদ্ধা ও নবীনদের উদ্বুদ্ধ করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) বিকাল ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউনিয়ন, হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার গুনগত মান উন্নয়নের প্রয়াস, গুণিজন শ্রদ্ধা ও নবীনদের উদ্বুদ্ধ করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা, পরিশ্রম ও নতুন প্রজন্মের উন্নতির বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মান উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার ওপর গুরুত্ব করেন।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতীর উন্নতির মূল ভিত্তি হলো সুশিক্ষা ও সততা। তাই আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া জরুরি।
সভায় বক্তারা আরও বলেন, সামাজিক উন্নয়নের জন্য কেবল ব্যক্তিগত সফলতা যথেষ্ট নয়; বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন, লক্ষ্মীপুর (বোগলাউড়ি) ও কানছিড়া গ্রামের অধিবাসীবৃন্দ। আয়োজনকারী জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা যায়।
সমাজের সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।