স্বাধীন বাংলাদেশ,নিউজ ডেক্সঃ-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের লহলামারী গ্রামে হোসনেয়ারা রউফ ফাউন্ডেশনের ক্লিনিক উদ্বোধন হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৫ ইং শুক্রবার সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে হোসনেয়ারা রউফ ফাউন্ডেশনের ক্লিনিক উদ্বোধন করা হয় । এ উপলক্ষে শুক্রবার সকালে লহলামারী গ্রামে হোসনেয়ারা রউফ ফাউন্ডেশনে এক সভার আয়োজন করা হয়।হোসনেয়ারা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আক্তারুল ইসলাম বলেন, এলাকার গরিব দুঃখী অসহায় মানুষদের কথা চিন্তা করে, তাদের চিকিৎসা সেবা দিতে এই ক্লিনিকের ব্যবস্থা নেয়া হয়েছে, আমাদের উদ্দেশ্য টাকার অভাবে বিনা চিকিৎসায় কোন মানুষ যেন মারা না যায়। এই ফাউন্ডেশনের আরো কিছু কাজ এর আগে উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো, ক্লিনিকের পাশে মসজিদ, মাদ্রাসা, গরিব শিশুদের পড়ালেখার জন্য, স্কুল সহ বিভিন্ন কাজ এই ফাউন্ডেশন এর আগে উদ্বোধন করেন।উদ্বোধনের পর মাত্র এক শত টাকা ফি দিয়ে চিকিৎসা গ্রহণ করতে, ভিড় জমান এলাকার গরিব দুঃখী ও অসহায় মানুষ, তারা বলেন, এখান থেকে শহরে গিয়ে চিকিৎসা গ্রহণ করা খুব কষ্টকর হয়ে যায় এবং ডাক্তারের ফি ও অনেক । এখানে মাত্র এক শত টাকার বিনিময়ে চিকিৎসা নিতে পেরে আমরা আনন্দিত।এসময় এক শত টাকার বিনিময়ে চিকিৎসা প্রদান করেন, ডাঃ আনোয়ারুল আজিম শিশু সার্জারি বিশেষজ্ঞ , ডাঃ রোকেয়া আখতার,(অনকোলজী) (বিএসএমএমইউ)ক্যানসার বিশেষজ্ঞ।এসময় উপস্থিত ছিলেন, হোসনেয়ারা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, মোঃ আক্তারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক, মোঃ জামাল উদ্দিন মিঞা, মির্জা হেদায়েতুল্লাহ, উজ্জ্বল হোসেন মিঞা, সাবেক বিজিবি সদস্য মুনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা।উদ্বোধন শেষে মরহুম রউফ হোসনেয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন হাফেজ আহসান হাবীব (চুটু) এবং তার মোনাজাতে অংশ নেন কয়েক শত এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24