Dhaka 12:36 am, Monday, 23 December 2024
সর্বশেষঃ
রংপুরে মাদ্রাসার শিশুকে বলৎকারের পরে হত্যা; শিক্ষকসহ গ্রেফতার ২ মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী মিরাপাড়া নির্মিত হচ্ছে মসজিদ ও কমপ্লেক্স এর নতুন চিত্র। লাইট হাউজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত। রাবির-সিন্ডিকেটের তদন্ত রিপোর্ট উপেক্ষিত বহাল তবিয়তে রাবির সহকারী পরিচালক কে এই আনছারী! ৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্সের নির্বাচনে আবারও সভাপতি আব্দুল ওয়াহেদ। চাঁপাইনবাবগঞ্জ টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ছাত্র হত্যা ৫ মামলায় আসামি করা কে কোথায় আ’লীগরা বাঙালি সাহিত্য সম্মাননা পেলেন তুলতুল। রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

সমুদ্র উপকূলে পাওয়া গেলো ডাইনোসরের পায়ের ছাপ!

  • Reporter Name
  • Update Time : 01:35:55 pm, Wednesday, 23 June 2021
  • 73 Time View

সর্বশেষ যুক্তরাজ্যের মাটিতে হেঁটে বেড়ানো কমপক্ষে ১১০ মিলিয়ন বছর আগে ডাইনোসরের অন্তত ছয়টি প্রজাতির পায়ের ছাপ পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা।

ফিলিপ হ্যাডল্যান্ড জানিয়েছেন,যুক্তরাজ্যের কেন্ট এলাকায় পাথরের গায়ে ছয়টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। এই এলাকাটি মূলত ঝড়-বৃষ্টি প্রবণ। উপকূল এলাকায় পানির তোড়ে প্রায়ই নতুন জীবাশ্মের হদিশ মেলে সেখানে।

প্রাণী ও উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডেভিড মার্টিল বলেন, পাথরের স্তরে এই ধরণের পায়ের ছাপ দেখা গেল এই প্রথম। এটাকে ফোকস্টোর ফরমেশন বলা হয়। এটা খুবই বিরল ঘটনা। হয়ত শেষ জীবন্ত ডাইনোসরের পা পড়েছিল এই পাথরগুলোর উপরেই।

তিনি আরও বলেন, এগুলো আলাদা আলাদা প্রজাতির, পায়ের ছাপগুলো দেখে বোঝা যাচ্ছে। অনুমান করা যায় দক্ষিণ ইংল্যান্ডের এই অংশে একাধিক প্রজাতির ডাইনোসর ছিল।
আরও জানিয়েছেন তিনি এই পায়ের ছাপ আনুমানিক ১১০ মিলিয়ন বছর পুরনো । বিজ্ঞানীদের ধারণা পিঠে কাঁটাজাতীয় অ্যাঙ্কিলোসরাস, তিন পা বিশিষ্ট থেরোপডস, মাংসাশী টাইরেনোসরাস, টাইরেনোসরার রেক্স, তৃণভোজী ও ডানা বিশিষ্ট অর্নিথোপডসের পায়ের ছাপ এগুলো।

তিনি বলেন, কেন্ট এলাকার পাথরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলাম ২০১১ সাল থেকেই। অনেকবার এই ছাপ লক্ষ্য করা গেছে। বহুদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলাম। কিন্তু জোয়ারের পানিতে ভূমিক্ষয় হওয়ায় ধীরে ধীরে এই পায়ের ছাপ আরও স্পষ্ট হয়। প্রথমে সেটাকে হাতির পায়ের ছাপ মনে হলেও পরে আরও খতিয়ে দেখে বোঝা যায় এটি অর্নিথোপডিক্স নামে বিলুপ্ত প্রজাতির কোনো প্রাণীর।

গবেষণা’য় জানা গেছে, ১১০ মিলিয়ন বছর আগে চীনেও এই জাতীয় ডাইনোসরা’সের অস্তিত্ব ছিল । ৬৫ থেকে ৮০ সেন্টিমিটার আকৃতির এই পায়ের ছাপ সেই সময়কার ডাইনোস’রের পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।  এ ব্যাপারে অধ্যাপক মার্টিল বলেন, এত যুগ পর এই জায়গায় ডাইনো-সরাসের পায়ের ছাপ মেলা সত্যিই রোমহর্ষক!

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sadhin bangladesh

আরও দেখুন

রংপুরে মাদ্রাসার শিশুকে বলৎকারের পরে হত্যা; শিক্ষকসহ গ্রেফতার ২

সমুদ্র উপকূলে পাওয়া গেলো ডাইনোসরের পায়ের ছাপ!

Update Time : 01:35:55 pm, Wednesday, 23 June 2021

সর্বশেষ যুক্তরাজ্যের মাটিতে হেঁটে বেড়ানো কমপক্ষে ১১০ মিলিয়ন বছর আগে ডাইনোসরের অন্তত ছয়টি প্রজাতির পায়ের ছাপ পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা।

ফিলিপ হ্যাডল্যান্ড জানিয়েছেন,যুক্তরাজ্যের কেন্ট এলাকায় পাথরের গায়ে ছয়টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। এই এলাকাটি মূলত ঝড়-বৃষ্টি প্রবণ। উপকূল এলাকায় পানির তোড়ে প্রায়ই নতুন জীবাশ্মের হদিশ মেলে সেখানে।

প্রাণী ও উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডেভিড মার্টিল বলেন, পাথরের স্তরে এই ধরণের পায়ের ছাপ দেখা গেল এই প্রথম। এটাকে ফোকস্টোর ফরমেশন বলা হয়। এটা খুবই বিরল ঘটনা। হয়ত শেষ জীবন্ত ডাইনোসরের পা পড়েছিল এই পাথরগুলোর উপরেই।

তিনি আরও বলেন, এগুলো আলাদা আলাদা প্রজাতির, পায়ের ছাপগুলো দেখে বোঝা যাচ্ছে। অনুমান করা যায় দক্ষিণ ইংল্যান্ডের এই অংশে একাধিক প্রজাতির ডাইনোসর ছিল।
আরও জানিয়েছেন তিনি এই পায়ের ছাপ আনুমানিক ১১০ মিলিয়ন বছর পুরনো । বিজ্ঞানীদের ধারণা পিঠে কাঁটাজাতীয় অ্যাঙ্কিলোসরাস, তিন পা বিশিষ্ট থেরোপডস, মাংসাশী টাইরেনোসরাস, টাইরেনোসরার রেক্স, তৃণভোজী ও ডানা বিশিষ্ট অর্নিথোপডসের পায়ের ছাপ এগুলো।

তিনি বলেন, কেন্ট এলাকার পাথরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলাম ২০১১ সাল থেকেই। অনেকবার এই ছাপ লক্ষ্য করা গেছে। বহুদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলাম। কিন্তু জোয়ারের পানিতে ভূমিক্ষয় হওয়ায় ধীরে ধীরে এই পায়ের ছাপ আরও স্পষ্ট হয়। প্রথমে সেটাকে হাতির পায়ের ছাপ মনে হলেও পরে আরও খতিয়ে দেখে বোঝা যায় এটি অর্নিথোপডিক্স নামে বিলুপ্ত প্রজাতির কোনো প্রাণীর।

গবেষণা’য় জানা গেছে, ১১০ মিলিয়ন বছর আগে চীনেও এই জাতীয় ডাইনোসরা’সের অস্তিত্ব ছিল । ৬৫ থেকে ৮০ সেন্টিমিটার আকৃতির এই পায়ের ছাপ সেই সময়কার ডাইনোস’রের পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।  এ ব্যাপারে অধ্যাপক মার্টিল বলেন, এত যুগ পর এই জায়গায় ডাইনো-সরাসের পায়ের ছাপ মেলা সত্যিই রোমহর্ষক!