মোঃ মনিরুল ইসলাম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
সোয়াই নদী রক্ষার আন্দোলনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে আজ বিকেলে শ্যামগঞ্জ কলেজ গেটে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন শ্যামগঞ্জবাসীর ডাকে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশের সূচনা বক্তব্যে সচেতন শ্যামগঞ্জবাসীর সদস্য সচিব অর্ক দত্ত বলেন, "সোয়াই নদীর লড়াই শুধু একটি জলধারা রক্ষার লড়াই নয়, এটি শ্যামগঞ্জের অস্তিত্ব রক্ষার লড়াই। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের লড়াই। কোনো অপতৎপরতা এই আন্দোলন দমানো যাবে না।"তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, "আমরা ১৯ জানুয়ারি ২০২৫ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু এখন আন্দোলনকে দমনের জন্য আমাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। অথচ শ্যামগঞ্জে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই মিথ্যাচারই প্রমাণ করে, দখলদারদের পায়ের নিচে মাটি নেই।"ছাত্র ও যুব সংগঠনের কঠোর প্রতিক্রিয়াসমাবেশে পূর্বধলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব বলেন, "আমাদের ছেলেদের নামে যে মিথ্যাচার করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দখলদারদের ধিক্কার জানাই!"পূর্বধলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো বলেন, "এই ছেলেরা জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়েছে, তাদের মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না! তারা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করবে না।"এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তরের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন খান সুপ্লব এবং অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশের সমাপনী বক্তব্যে সচেতন শ্যামগঞ্জবাসীর আহ্বায়ক সৈয়দ এসএম ঋজু বলেন, "এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি শ্যামগঞ্জের মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। দখলদারদের যতই মিথ্যাচার করুক, যতই ষড়যন্ত্র করুক, সোয়াই নদী রক্ষার এই সংগ্রাম চলবেই!"সচেতন শ্যামগঞ্জবাসীর নেতৃত্ব ও অংশগ্রহণএই প্রতিবাদ সমাবেশে সচেতন শ্যামগঞ্জবাসীর প্রেস সচিব ইয়াসিন আরাফাত, সদস্য আরিফুল ইসলাম আরিফ, ছুটন সরকার, তামিম, নোহাস খান, আশরাফুল আলম, সালমান ফকির, গৌতম দেব সহ অন্যান্য আন্দোলনকারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং সোয়াই নদী রক্ষার পক্ষে তাদের দৃঢ় অবস্থান জানান।জনগণের হুঁশিয়ারিসমাবেশ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়—সোয়াই নদীর দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আন্দোলনকারীদের নামে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে।জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে—"সোয়াই নদী বাঁচলে শ্যামগঞ্জ বাঁচবে, আর জনগণের লড়াই কোনো মিথ্যাচার বা ষড়যন্ত্র দিয়ে বন্ধ করা যাবে না!"
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24