মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল।
ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মধ্যে গোপিনগর গ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু'র করুণ মৃত্যু্ হয়েছে।
নিহত দু'জন হলো আব্দুস শহিদের মেয়ে মোছাঃ সাদিয়া(৭)মোঃ জাকির হোসেন এর ছেলে মোঃ আলিফ(৬)।উভয়ের বাবা মা ঢাকায় থেকে চাকরি করেন।তারা দু'জন নানা এবং দাদার বাড়িতে তাদের কাছেই থাকতো।
মৃতদের পরিবার সূত্রে জানা যায়,গত ১৪মে (বুধবার)দুপুরের দিকে বাড়ি হতে কিছুটা দূরে জনৈক গিয়াস উদ্দিনের বাড়ির পিছনে সকলের অগোচরে শিশু ২টি খেলা করতে গিয়ে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়।তাদেরকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে আশেপাশের বাড়িতে
খুঁজাখুঁজির পর না পেয়ে ডোবার দিকে গিয়ে দু'জনকে পানিতে ভাসতে দেখে,সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক অনেক চেষ্টা করেও শিশু দু'জনকে বাঁচাতে পারেনি।পথিমধ্যেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
পানিতে ডুবে মৃত শিশু দু'জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।তাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা, যা প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি,শিশুদের তত্ত্বাবধান নিশ্চিত করা এবং বর্ষায় পানিতে একাকি যাতে না যেতে পারে সে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে সকলে মতামত ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24