
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও অবস্থান পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) হোসেনপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ উসমান গনি, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ গোলাম ছবুর, নাজমা আক্তার, আইডিইএ-২ প্রকল্পের জুন্নুন আহমেদ, মো: মোরাদ মিয়া ৷ মানববন্দনে উপস্থিত কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রের যাবতীয় সেবা ও ভোটার তালিকা, এনআইডি প্রস্তুত বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে থাকা নিরাপদ বলেদাবী জানিয়েছেন। অপরদিকে আইডিইএ-২ প্রদাঙ্কোর-২২৩১ জনের চাকুরী জাতীয়করণের দাবি জানিয়েছেন