মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৫ অক্টোবর ২০২৪ তারিখ চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামস্থ বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিটস্থ জনৈক ফটিক হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জালাল (৪৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-বাথানপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ওয়ানশুটারগান-০১টি এবং গুলি ০১ রাউন্ড সহ গ্রেফতার করে।র্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, সীমান্তবর্তী এলাকা থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশ করবে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিযানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামস্থ বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট জনৈক ফটিক হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তির নিকট থেকে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24