মোঃরাজু মিয়া সোহাগ,রংপুর বিভাগীয় ব্যুরোঃ
২০০৭ সালে স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুতে রাখার দায়ে আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আবুল কাশেম ১৮ বছর ধরে পলাতক রয়েছেন।নীলফামারী থানা পুলিশের একটি বিশেষ টিম উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গতকাল শনিবার রাতে গাজীপুর জেলা থেকে র্যাবের সহায়তায় গ্রেফতার করে।পুলিশ জানায়, আবুল কাশেম জেলা শহরের বারাইপাড়া এলাকার আলী জানের ছেলে, ২০০৭ সালে মো. আব্দুল কাশেম (৬৮)তার দ্বিতীয় স্ত্রী মোছাম্মৎ বেগম খাতুন(৩৫) কে হত্যা করে মাটির নিচে পুতে রাখে। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে একটি মামলা করেন সদর থানায়।মামলা নাম্বার ১৭,তাং ১৮/০৮/২ ০০৭,ধারা ৩০২/২০১। ওই মামলায় বিজ্ঞ আদালত আবুল কাশেমের মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কাশেমকে দীর্ঘ ১৮ বছর ধরে খুঁজছে পুলিশ।নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পুলিশ সুপার এর নির্দেশনা ও উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান সনাক্ত করা হয়। নিশ্চিত হয়েই অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24