
স্টাফ রিপোর্টার, মোঃ দেলোয়ার হোসেন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে ছয়টি হুইলচেয়ার এবং একটি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে । সোমবার (১০ মার্চ) ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর হাত দিয়ে এই হুইলচেয়ার গুলো প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয় । এই সময় মধুপুর, টাঙ্গাইল হতে আগত প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মসলিমা আক্তার মাসুদা উপস্থিত ছিলেন । প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান সহ ধনবাড়ী উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ । প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মসলিমা আক্তার মাসুদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এবং সাংবাদিকদের সরকার কর্তৃক গৃহীত প্রতিবন্ধীদের সেবা সমূহ বর্ণনা করেন এবং ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন । শুক্রবার ও শনিবার ব্যতিত সপ্তাহে পাঁচ দিনই প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয় ।