
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের হারাগাছ থানার অন্তর্গত বধু কমলা গ্রামের মৃত বদির উদ্দিন শাহের পুত্র মোঃ ফারুক হোসেন শাহ(৫৪)কে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলার এজাহারে জানা যায় ২৩/০২/২০২৫ ইং হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮নং ওয়ার্ড বধুকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, সুদেব চন্দ্র রায় ও সুচনা রায় দম্পতির পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু কন্যা (৯) কে ফাঁকা শ্রেণী কক্ষে ডেকে নিয়ে যৌন চাহিদা পুরণের জন্য নানান কৌশল অবলম্বন করেন অভিযুক্ত শিক্ষক।গ্রেফতারকৃত শিক্ষকের বিরুদ্ধে ২৪/০২/২০২৫ খ্রি.নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা দায়ের করেন ভিকটিমের মা সুচনা রায় গ্রেফতারকৃত শিক্ষকের বিরুদ্ধে ২৪/০২/২০২৫ খ্রি.নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা দায়ের করেন ভিকটিমের মা সুচনা রায়।এ বিষয় জানতে চাওয়া হলে হারাগাছ থানার ওসি মমিনুর ইসলাম সোহেল সাংবাদিকদের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে এবং আমরা অভিযুক্ত শিক্ষক কে তার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।মামলার তদন্তকারী কর্মকর্তা আজমত আলী মামলার সত্যতা নিশ্চিত করে জানান-মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।