
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুর উপজেলার হাজীপুর থেকে গোবিন্দপুর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাপাশা বাজারের পাশে কালভার্টটি ভেঙে যায় এতে অটোরিকশা সহ সবধরনের যানবাহন চলাচলে নাগরিক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় সড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের। তারাপাশা ও তার পাশ্ববর্তী এলাকার স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার কাছে কালভার্ট সংস্কার ও মাটি ভরাটের দাবি জানালে। ইউএনও তাৎক্ষণিক ১দিনেই কালভার্ট সংস্কার ও মাটি ভরাটের কাজ শেষ করেন। হারেঞ্জা গ্রামের অটোরিকশা চালক মানিক মিয়া বলেন, কালভার্টটি অনেক ঝুঁকিপূন ছিল। ইউএনও স্যার কালভার্ট সংস্কার ও মাটি ভরাটে আমাদের গাড়ি চালানোর সুবিধা হয়েছে । জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ফকির বলেন, তারাপাশায় কালভার্ট সংস্কার ও মাটি ভরাট, গোবিন্দপুর চৌরাস্তায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় রোধে গতিরোধক করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও তাহার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। অটোরিকশা ইজিবাইক শ্রমিক অধিকার রক্ষা কমিটির জেলা সভাপতি আলাল মিয়া বলেন, হোসেনপুরের (ইউএনও) কাজী নাহিদ ইভা একজন নাগরিক বান্ধব প্রশাসন তিনি জনদুর্ভোগ রোধ করতে তাৎক্ষনিক পদক্ষেপ নেয়া ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি, আমরা তাহার এই জনবান্ধন কর্মকান্ডের জন্য সাধুবাদ জানাই।