
সেলিম খান
“জাতীয়তাবাদী শক্তি অর্থনৈতিক মুক্তি” স্লোগান কে ধারণ করে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এক ইফতার মাহফিলের আয়োজন করে।
বুধবার ১৯ মার্চ বিকাল ৪ টায় নয়া পল্টন ভিআইপি রোডের সাংগ্রী লাইন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গনেশ্বর চন্দ্র রায়, এছাড়া বক্তব্য রাখেন খন্দকার মাসুকুর রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সোনালী ব্যাংকের সভাপতি মাহবুব সোহেল বাপ্পি,সাইফুল ইসলাম ফিরোজ, রুপালি ব্যাংক সভাপতি অগ্রণী ব্যাংকের সভাপতি সহ বিভিন্ন ব্যাংকের জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃত্ব বৃন্দু।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর সদস্যসচিব মোস্তাফিকজুল রহমান মোস্তাক।
প্রধান অতিথির বক্তব্যে বাবু গনেশ্বর চন্দ্র রায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি সাবেক স্বৈরাচার সরকার আমলে মুখ বুজেছিলাম না, আমি অন্যায় দেখলে প্রতিবাদ করেছি এখনও অন্যায় দেখলে প্রতিবাদ করব পতিত সরকারের আমলে কোন মিছিল থেকে আমি দৌড়ে পালাইনি আগামীতেও আমি আমার অবস্থানে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।
ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর বিভিন্ন নেতৃত্ববৃন্দ তাদের বক্তব্যে পতিত স্বৈরাচার সরকার এর ব্যাংক খাত থেকে স্বজন প্রীতি এবং নেতাকর্মীদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা নয় ছয় এর তথ্য তুলে ধরেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সময়ের অর্থনৈতিক অবকাঠামো তুলে ধরে বলেন জাতীয়তাবাদী দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আবারো অর্থনীতি সম্পন্ন একটি দেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।বক্তারা আরো বলেন নির্বাচিত সরকার না হলে অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়াতে পারবে না যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার এর হাতে দেশ অর্থনীতির দিক থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।