
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে প্রথম পর্বে তোপধ্বনি জাতীয় সঙ্গীত কুচকাওয়াজ ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। পরে উপজেলার হল রুমে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর উপহার ও খাবার প্যাকেট দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মারাফ হোসেন, ওসি তদন্ত লিমন বোস। অনুষ্টানে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের স্মৃতিচারন করে বক্তব্য দিয়েছেন।