
মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল।
ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জন্য নিজস্ব ভবন এখনো নির্মাণ করা হয়নি। ফলে উপজেলা ভবনের একটি কক্ষে গাদাগাদি করে চলছে ভূমি সংক্রান্ত কার্যক্রম। এতে সেবাগ্রহীতারা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরও কার্যক্রম পরিচালনায় নানাবিদ অসুবিধা সম্মুখিন হতে হচ্ছে।
জানা যায়, ২০১৩ সালে তারাকান্দা উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অস্থায়ী উপজেলা ভবন হিসেবে কার্যক্রম চলছিল। পরবর্তীতে ২০১৯ সালে উপজেলা প্রশাসনিক ভবন নির্মিত হলে অন্যান্য দপ্তরের সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যক্রমও সেখানে স্থানান্তর করা হয়। তবে এসিল্যান্ড অফিসের নিজস্ব ভবন না থাকায় অফিসের কার্যক্রম বর্তমানে একটি কক্ষেই সীমাবদ্ধ রয়েছে।সেবা গ্রহিতারা বারান্দায় দাঁড়িয়ে গাদাগাদি করে কাজ করে নিচ্ছেন।এতে বয়োবৃদ্ধ সেবাগ্রহীতাগণ চরম বিরক্তি প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন,নিজস্ব ভবন না থাকার কারণে ভূমি সেবা প্রদানে অনেক কষ্ট হচ্ছে। তিনি উপজেলা ভূমি অফিসের জন্য একটি নিজস্ব ভবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন এ বিষয়ে বলেন, তিনি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছেন। খোঁজখবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
উপজেলার গুরুত্বপূর্ণ একটি দপ্তর হওয়া সত্ত্বেও ভূমি অফিসের নিজস্ব ভবন না থাকায় স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরোধ শুনানীর জন্য এজলাসের ব্যবস্থাপনা নেই।স্থানীয় জনসাধারণ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এই সমস্যার সমাধান চান।
উল্লেখ্য যে,ভূমি অফিস নির্মানের জন্য তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিস বা তারাকান্দা বাজার এলাকায় অনেক খাস জমি পড়ে আছে অথবা বে-দখল আছে। শুধুমাত্র ভবন নির্মাণের বরাদ্দ দেওয়া হলেই তা বাস্তবায়ন করা সম্ভব। জমি অধিগ্রহণ করার প্রয়োজন নেই।