Dhaka 9:36 am, Monday, 21 April 2025
সর্বশেষঃ
শ্যামনগরে পুকুর থেকে ৩৬টি হাসুয়া উদ্ধার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিপিবি সহ বামদলের সাথে বিএনপির বিকেলে বৈঠক ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত ময়মনসিংহের তারাকান্দায় দুই শিক্ষকের জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কবি আসাদ উল্লাহর কবিতা – জানে না বাউল উদাসী সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা

খাস চর শালদাইড় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খাস চর শালদাইড় উচ্চ বিদ্যালয়ে ‘ক্রীড়াই শক্তি’ ক্রীড়াই বল’ এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রথমে মশাল পরিভ্রমণের মধ্যদিয়ে গানে গানে মুখরিত হয়ে শিক্ষার্থীরা বালক-২০০ মিটার দৌড়, মোরগ যুদ্ধ, ৩০০ মিটার দৌড়, ময়দা পয়সা দৌড়, গোলক নিক্ষেপ, পাতিল ভাঙ্গ,বালিকা- দড়ি লাফ,সুঁই সুতা,বিস্কুট দৌড়, মিউজিয়াম চেয়ার ও চামিচ মার্বেলসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির ছোট ভাই বিপ্লব হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনু মিয়া শওকতের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, ওয়ার্ডের জামাত সেক্রেটারি ইব্রাহিম হোসেন জহুরুল, ম্যানেজিং কমিটির সদস্য হাজী সাত্তার মোল্লা, জাহাঙ্গীর আলম (মাসুদ রানা), সাহেদ আলী, মান্নান মন্ডল ও আসান আলী উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও দেখুন