
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ :
আজ ২২ মার্চ শনিবার ময়মনসিংহের জিমনেসিয়াম এর হলরুমে ঐতিহ্যবাহী সংগঠন আমরা ময়মনসিংহবাসী – এর উদ্যোগে সাধারণ সভা ও নাগরিক ইফতার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো.নাজমুল আলম খান, জেলা প্রশাসক মফিদুল আলম,পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও রাজনৈতিক ও ব্যবসায়িক
ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান। সঞ্চালক ছিলেন আব্দুর রব মোশারফ।
এতে দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সংগঠনের সার্বিক ব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বিভিন্ন বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।