
স্টাফ রিপোর্টার, মোঃ দেলোয়ার হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ” ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব” এর ইফতার মাহফিল শনিবার (২২ মার্চ ) কেন্দুয়া রোডের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা হাফেজ খায়রুল ইসলাম মুন্সি । তিনি বলেন,’ গরিব দুঃখী মানুষের ক্ষুধার কষ্ট বুঝাতেই মহান আল্লাহ পাক রোজা নাজিল করেছেন । তাই রমজানের গুরুত্ব আমাদের সবাইকে অনুধাবন করতে হবে । যার যার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে । সমাজ থেকে অন্যায় অবিচার, মাদক সন্ত্রাস দূর করে সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রশাসন এবং জনগণের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সচেষ্ট থাকবেন ‘ । প্রধান আলোচক ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) । আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবকে জনগণের স্বার্থে কাজ করার জন্য সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা এবং কর্মক্ষেত্রে বাঁধা বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) । রমজানের পবিত্রতা রক্ষার জন্য মুসলমান হিসেবে স্ব স্ব ঈমানী দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি । সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ,প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , দপ্তর সম্পাদক আজিজুর রহমান প্রমুখ ।