Dhaka 2:29 am, Sunday, 20 April 2025
সর্বশেষঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত ময়মনসিংহের তারাকান্দায় দুই শিক্ষকের জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কবি আসাদ উল্লাহর কবিতা – জানে না বাউল উদাসী সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু টেকনাফ সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন শিবালয়ে জাফরগঞ্জ পোষ্ট অফিস ভবন পুনঃস্থাপন চায় এলাকাবাসী

ধানক্ষেত থেকে কী বার্তা দিলেন তুষি।

স্বাধীন বাংলাদেশ নিউজ ডেক্স:-

কোমল ধানের শীষে, দুঃখরা যায় মিশে’। অভিনেত্রী নাজিফা তুষির ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা এক ছবির ক্যাপশন। সাদা-কালো ওই ছবিতে শুভ্রতা ছড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু ধানক্ষেত থেকে এ কী বার্তা দিলেন ‘হাওয়া’ তারকা!হাওয়া’র সুবাদে বেড়েছে তুষির অনুরাগী, ফেসবুক-ইনস্টাগ্রামে বেড়েছে অনুসারী। তাকে এখন সেখানেই বেশি পাওয়া যায়। নানা রূপে তুষিকে চষে বেড়াতে দেখা যায় অরণ্য, সাগর আর সুসজ্জিত গৃহকোনে।২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ‘হাওয়া’ ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতাও পায়। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষিও। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাবে নাজিফা তুষিকে।যদিও পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই তুষিকে নিয়ে করা নতুন ছবির বিষয়ে কথা বলছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে নতুন ছবির শুটিং শেষ করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।নাজিফা তুষি জাগো নিউজকে আভাস দিয়ে রেখেছিলেন, ‘কাজ করছি। কিন্তু কাজ নিয়ে কিছু বলা যাবে না। কবে, কখন মুক্তি পাবে, তা নিয়ে কিছুই জানি না। আমার কাজ শেষ। ছবি করেছি, করব, হবে, হচ্ছেও। সব রকম প্রক্রিয়ার মধ্যে আছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ—সব দিকেই আছি। হচ্ছে, হবে, চলমান।’২০১৪ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে বিনোদন অঙ্গনে আসেন নাজিফা তুষি। নাম লেখান বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে। টিভি অনুষ্ঠান সঞ্চালনা করলেও টিভিনাটকে অভিনয় করেননি কখনো। লক্ষ্য ছিল সিনেমা। ২০১৬ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ ও কুমার উদয়। এরপর দীর্ঘ বিরতির পর ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেন তুষি। ছবিটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি ও তার সহশিল্পীরা। ২০২২ সালে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।ধানের শীষে দুঃখ মিলিয়ে দেওয়ার যে বার্তা, তার ভিন্ন কোনো ইশারা থাকতেই পারে। কিংবা ভালোবাসার মানুষকে কোমল ধানের শীষ নাম দিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী। গোপন প্রেম তিনি গোপন রেখেই এগিয়ে নিতে চান ক্যারিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sadhin bangladesh

আরও দেখুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত

ধানক্ষেত থেকে কী বার্তা দিলেন তুষি।

Update Time : 12:25:26 am, Friday, 7 February 2025

স্বাধীন বাংলাদেশ নিউজ ডেক্স:-

কোমল ধানের শীষে, দুঃখরা যায় মিশে’। অভিনেত্রী নাজিফা তুষির ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা এক ছবির ক্যাপশন। সাদা-কালো ওই ছবিতে শুভ্রতা ছড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু ধানক্ষেত থেকে এ কী বার্তা দিলেন ‘হাওয়া’ তারকা!হাওয়া’র সুবাদে বেড়েছে তুষির অনুরাগী, ফেসবুক-ইনস্টাগ্রামে বেড়েছে অনুসারী। তাকে এখন সেখানেই বেশি পাওয়া যায়। নানা রূপে তুষিকে চষে বেড়াতে দেখা যায় অরণ্য, সাগর আর সুসজ্জিত গৃহকোনে।২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ‘হাওয়া’ ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতাও পায়। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষিও। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাবে নাজিফা তুষিকে।যদিও পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই তুষিকে নিয়ে করা নতুন ছবির বিষয়ে কথা বলছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে নতুন ছবির শুটিং শেষ করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।নাজিফা তুষি জাগো নিউজকে আভাস দিয়ে রেখেছিলেন, ‘কাজ করছি। কিন্তু কাজ নিয়ে কিছু বলা যাবে না। কবে, কখন মুক্তি পাবে, তা নিয়ে কিছুই জানি না। আমার কাজ শেষ। ছবি করেছি, করব, হবে, হচ্ছেও। সব রকম প্রক্রিয়ার মধ্যে আছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ—সব দিকেই আছি। হচ্ছে, হবে, চলমান।’২০১৪ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে বিনোদন অঙ্গনে আসেন নাজিফা তুষি। নাম লেখান বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে। টিভি অনুষ্ঠান সঞ্চালনা করলেও টিভিনাটকে অভিনয় করেননি কখনো। লক্ষ্য ছিল সিনেমা। ২০১৬ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ ও কুমার উদয়। এরপর দীর্ঘ বিরতির পর ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেন তুষি। ছবিটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি ও তার সহশিল্পীরা। ২০২২ সালে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।ধানের শীষে দুঃখ মিলিয়ে দেওয়ার যে বার্তা, তার ভিন্ন কোনো ইশারা থাকতেই পারে। কিংবা ভালোবাসার মানুষকে কোমল ধানের শীষ নাম দিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী। গোপন প্রেম তিনি গোপন রেখেই এগিয়ে নিতে চান ক্যারিয়ার।