
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামানিককে (৬৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার বানিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মফিজ উদ্দিন প্রামানিক রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত ওকাই এর ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে আওয়ামীলীগ নেতা মফিজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মফিজ উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে।