
তালাত মাহমুদ জেলা প্রতিনিধি নরসিংদী।
গত ০৮-০৫-২৫খ্রিঃ রোজ বৃহস্পতিবার জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় ।নরসিংদী প্রেস ক্লাবের বহিষ্কৃত আউয়াল ও সজল নামক দুইজন সদস্যকে বহিষ্কার করে। উক্ত নিউজ টি জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় প্রকাশিত হলে। আমি নরসিংদী জেলা প্রতিনিধি তালাত মাহামুদ আমাকে ।উক্ত পত্রিকায় নিউজ করায় আউয়াল মিয়ার ছেলে খায়রুল মিয়া। মোবাইলে ফোনে কল দিয়ে হামলা মামলার ও প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় । তাৎক্ষনিক খায়রুল মিয়ার পিতা আউয়াল মিয়াকে যানাই । আউয়াল মিয়া ঢাকায় আছে বলে আমাকে বলে ছিলে ।আজ রোজঃ শুক্রবার ০৯-০৫-২৫ খ্রিঃ রাত আনুমানিক ৯:০০ সময় খায়রুল ও সাথে অজ্ঞাত গং । আমার বাড়িতে যাইয়া বসত ঘড়ে ডুকে লুট পাট ভাংচু তান্ডব চালায় । জিনিশ পত্র নগত অর্থ সহ প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়া যায় ঐ সময় আমার বাড়িতে কেউ ছিল না । খালি বাড়িতে য়াইয়া আমাকে না পেয়ে। আমার ছেলে মনির হোসেন (৩০) কে মাথায় আঘাত করে লিলা জখম করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে। মনিরের আত্ব চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসলে । খায়রুল গং পালিয়ে যায় । মনির কে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।