
মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল,
ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের মেম্বার সৈয়দ আশরাফুল ইসলাম সফর কে চক্রান্তমুলকভাবে তার ভাই সৈয়দ কামরুজ্জামান কর্তৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হয়রানীমুলক মামলায় গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ১৩মে (মঙ্গলবার) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার সহ এলাকার সর্বস্তরের জনগন।
এ সময় পরিবারের লোকজন জানান,ফুলপুরের শেরপুর রোডের মোড়ের একটি মার্কেটের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জনপ্রিয় সফর মেম্বারকে তারই সহোদর ভাই কামরুজ্জামান কৌশলে ফুলপুর থানা পুলিশ ও দালালের মাধ্যমে গ্রেফতার করিয়ে মিথ্যা মামলায় কারাগারে প্রেরন করে।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা এ ন্যাক্কারজনক ঘটনায় ফুলপুর থানা পুলিশের পক্ষপাতদুষ্ট আচরনের সমালোচনা করে মিথ্যা ও বানোয়াট হয়রানীমুলক মামলা প্রত্যাহার পূর্ব্বক প্রকৃত ষড়যন্ত্রকারী কামরুজ্জামানকে গ্রেফতারের দাবী জানান।এ সময় ফুলপুরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।