Dhaka 1:12 pm, Sunday, 20 April 2025
সর্বশেষঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত ময়মনসিংহের তারাকান্দায় দুই শিক্ষকের জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কবি আসাদ উল্লাহর কবিতা – জানে না বাউল উদাসী সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু টেকনাফ সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন শিবালয়ে জাফরগঞ্জ পোষ্ট অফিস ভবন পুনঃস্থাপন চায় এলাকাবাসী

মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীকে গোমস্তাপুর  ইউএনওর  সহায়তা।

  • মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর  ও রহনপুর  ইউনিয়নের  বাসিন্দা  দুজন শিক্ষার্থী  সদ্য মেডিক্যাল কলেজে ভর্তির জন্য   মনোনীত  হওয়ায় তাদেরকে ডেকে আর্থিক সহায়তা করেছেন  গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশাত আনজুম অনন্যা। মঙ্গলবার (২৮ জানুয়ারি)  সকালে শিক্ষার্থী  সুমাইয়া  ও হাবিবা  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  এসে তার সাথে সাক্ষাৎ  করে। তাদের সাক্ষাৎ এর বিষয়টি সমন্বয় করেন উপজেলা প্রেসক্লাব ,  গোমস্তাপুর  এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এসময় উপস্থিত  ছিলেন,    সুমাইয়া খাতুনের শিক্ষাপ্রতিষ্ঠান  রহনপুর  জ্ঞানচক্র একাডেমির পরিচালক  ও রহনপুর মহিলা  কলেজের  প্রভাষক সারওয়ার হাবিব,   হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান  আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মোঃ আব্দুল্লাহ, গোমস্তারাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক নাহিদ ,  নুর মোহাম্মদ,  ও সুমাইয়ার পিতা মোঃ সাজেমান আলী। সুমাইয়া রহনপুর  ইউনিয়নের  লক্ষীপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক  এর গন্ডি পার হয়ে রহনপুর  জ্ঞানচক্র একাডেমী থেকে এসএসসি পাস করে। এরপর রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বাসায় বসে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুমাইয়া জানায়,ভর্তির জন্য সে কোন কোচিংয়ের সাহায্য নেয় নাই। সে বাসায় বসে নিজে চেষ্টা করে  মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তার নম্বর হচ্ছে ৭৫.৭৫ এবং  মেধা তালিকায়  স্হান ৩৭৭০। সুমাইয়া আরো বলে,  তার গরিব কৃষক পিতা মোহাম্মদ সাজেমান আলী, মাতা মোসাম্মৎ হাবিবা বেগম  ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসাহে তার এতদূর আসা। সে সকলের নিকট দোয়া কামনা  করেছে।  অপরদিকে  হাবিবা তার  লিভার সিরোসিস  এ আক্রান্ত  পিতা মোঃ মোজাহার  বিশ্বাস এর বড় সংসারে থেকেও  শুধু  লেখাপড়া  করে  ময়মনসিংহ  মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। হাবিবা জানায়, গতবার চান্স না পেয়ে অনেকে তাকে কটু কথা শুনিয়েছে। কিন্তু  সে হতাশ না হয়ে পুনরায় দ্বিগুন উৎসাহে  পরিশ্রম করে  কৃতকার্য  হয়েছে। হাবিবা আলীনগর বালিকা উচ্চ  বিদ্যালয় থেকে  এসএসসি  ও  রহনপুর  মহিলা কলেজ থেকে  এইএসসি পরীক্ষায়  কৃতিত্বের  সাথে  উত্তীর্ণ  হয়েছে।  তার প্রাপ্ত  নম্বর ৮০.২৫ ও মেধাক্রম ২৫৩৭। সে জানায়, মেডিক্যাল  এ  ভর্তি  হতে কোচিং  করেছে।সে পিতামাতা, ভাইবোন ও শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।গোমস্তাপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, শিক্ষার্থী  সুমাইয়া ও  হাবিবার ফলাফলে গোমস্তাপুর উপজেলাবাসী গর্বিত।  দরিদ্র  পরিবারে  জন্ম নেওয়া এ দুজন শিক্ষার্থীর মেডিক্যাল এ  ভর্তি  ফি সহ অন্যান্য আনুষঙ্গিক  খরচের যোগান দিবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন।  তাছাড়া তাদের পাশে সবসময়  থাকার বিষয়ে  তিনি দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sadhin bangladesh

আরও দেখুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত

মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীকে গোমস্তাপুর  ইউএনওর  সহায়তা।

Update Time : 09:11:07 pm, Tuesday, 28 January 2025
  • মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর  ও রহনপুর  ইউনিয়নের  বাসিন্দা  দুজন শিক্ষার্থী  সদ্য মেডিক্যাল কলেজে ভর্তির জন্য   মনোনীত  হওয়ায় তাদেরকে ডেকে আর্থিক সহায়তা করেছেন  গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশাত আনজুম অনন্যা। মঙ্গলবার (২৮ জানুয়ারি)  সকালে শিক্ষার্থী  সুমাইয়া  ও হাবিবা  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  এসে তার সাথে সাক্ষাৎ  করে। তাদের সাক্ষাৎ এর বিষয়টি সমন্বয় করেন উপজেলা প্রেসক্লাব ,  গোমস্তাপুর  এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এসময় উপস্থিত  ছিলেন,    সুমাইয়া খাতুনের শিক্ষাপ্রতিষ্ঠান  রহনপুর  জ্ঞানচক্র একাডেমির পরিচালক  ও রহনপুর মহিলা  কলেজের  প্রভাষক সারওয়ার হাবিব,   হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান  আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মোঃ আব্দুল্লাহ, গোমস্তারাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক নাহিদ ,  নুর মোহাম্মদ,  ও সুমাইয়ার পিতা মোঃ সাজেমান আলী। সুমাইয়া রহনপুর  ইউনিয়নের  লক্ষীপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক  এর গন্ডি পার হয়ে রহনপুর  জ্ঞানচক্র একাডেমী থেকে এসএসসি পাস করে। এরপর রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বাসায় বসে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুমাইয়া জানায়,ভর্তির জন্য সে কোন কোচিংয়ের সাহায্য নেয় নাই। সে বাসায় বসে নিজে চেষ্টা করে  মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তার নম্বর হচ্ছে ৭৫.৭৫ এবং  মেধা তালিকায়  স্হান ৩৭৭০। সুমাইয়া আরো বলে,  তার গরিব কৃষক পিতা মোহাম্মদ সাজেমান আলী, মাতা মোসাম্মৎ হাবিবা বেগম  ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসাহে তার এতদূর আসা। সে সকলের নিকট দোয়া কামনা  করেছে।  অপরদিকে  হাবিবা তার  লিভার সিরোসিস  এ আক্রান্ত  পিতা মোঃ মোজাহার  বিশ্বাস এর বড় সংসারে থেকেও  শুধু  লেখাপড়া  করে  ময়মনসিংহ  মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। হাবিবা জানায়, গতবার চান্স না পেয়ে অনেকে তাকে কটু কথা শুনিয়েছে। কিন্তু  সে হতাশ না হয়ে পুনরায় দ্বিগুন উৎসাহে  পরিশ্রম করে  কৃতকার্য  হয়েছে। হাবিবা আলীনগর বালিকা উচ্চ  বিদ্যালয় থেকে  এসএসসি  ও  রহনপুর  মহিলা কলেজ থেকে  এইএসসি পরীক্ষায়  কৃতিত্বের  সাথে  উত্তীর্ণ  হয়েছে।  তার প্রাপ্ত  নম্বর ৮০.২৫ ও মেধাক্রম ২৫৩৭। সে জানায়, মেডিক্যাল  এ  ভর্তি  হতে কোচিং  করেছে।সে পিতামাতা, ভাইবোন ও শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।গোমস্তাপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, শিক্ষার্থী  সুমাইয়া ও  হাবিবার ফলাফলে গোমস্তাপুর উপজেলাবাসী গর্বিত।  দরিদ্র  পরিবারে  জন্ম নেওয়া এ দুজন শিক্ষার্থীর মেডিক্যাল এ  ভর্তি  ফি সহ অন্যান্য আনুষঙ্গিক  খরচের যোগান দিবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন।  তাছাড়া তাদের পাশে সবসময়  থাকার বিষয়ে  তিনি দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন।