Dhaka 7:04 am, Sunday, 20 April 2025
সর্বশেষঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত ময়মনসিংহের তারাকান্দায় দুই শিক্ষকের জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কবি আসাদ উল্লাহর কবিতা – জানে না বাউল উদাসী সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু টেকনাফ সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন শিবালয়ে জাফরগঞ্জ পোষ্ট অফিস ভবন পুনঃস্থাপন চায় এলাকাবাসী

স্বেচ্ছাসেবকদল নেতা রাজু’র বিরুদ্ধে পরিকল্পিত সংবাদ প্রচার, দলীয় পদ স্থগিত

  • Reporter Name
  • Update Time : 05:17:31 pm, Saturday, 15 March 2025
  • 28 Time View

অজিত দাস,বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু’র বিরুদ্ধে আইসল্যান্ড থেকে পরিচালিত শেখ নিউজ ডটকম অনলাইন পোর্টাল থেকে সংবাদ প্রচারের পর দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত (১১ মার্চ) শেখ নিউজ ডটকম নামে একটি নাম ঠিকানা বিহীন আইসল্যান্ড থেকে পরিচালিত পোর্টাল থেকে বিএনপির রাজু’র লোভ অন্য নেতার সম্পদে, অবৈধ দখল ও লুটপাট সংঘর্ষে উত্তাল হাওরের জনপদ শিরোনামে নিউজ প্রচার করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ও ভিডিও প্রচার করা হয়েছে। ধলাই বিল রাজুর নেতৃত্বে দখল ও বিল সেচ করা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে গত (১৩ মার্চ) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জিএমএ মুক্তাদীর রাজু দলীয় পদ স্থগিত করা হয়।
গঠনার সত্যতা জানতে গঠনাস্হল পরিদর্শন ও কয়েকটি গ্রামের সাধারণ জনগণের সাক্ষাৎকার নেওয়া হয়।
ধলিয়া বিল এলাকার ভাদ গাও গ্রামের প্রবিণ মুরব্বি সুলেমান মিয়া বলেন – গত (১০ মার্চ) ধলাই বিল কে বা কাহারা সেচ করে নিয়ে যাচ্ছে শুনতে পাই তাৎক্ষণিক আমরা এলাকার কয়েকশো মানুষ একত্রিত হয়ে বিলে গিয়ে কয়েকটি সেচ পানির মেশিন পাই। তিনি বলেন ধলিয়া বিল নিয়ে প্রায় ২০ বছর যাবৎ হামলা মামলা হয়েছে। তখন ছিলেন মামুন মিয়া চেয়ারম্যান ও গণি মিয়া দু’পক্ষই বিল নিয়ে সংঘর্ষ হয়েছে। তখন প্রায় ৮০ জন মামলার আসামী হয়েছিলাম। এক পর্যায়ে বিলটি স্থগিত করা হয়। গত ১০ মার্চ নরিয়া গ্রামের কিছু লোক বিলটি সেচ করার জন্য গিয়েছে। আমরা জানার পর এলাকা থেকে কয়েক শতাধিক মানুষ একত্র হয়ে বিলে যাই গিয়ে কয়েকটি সেচ মেশিন পাওয়া যায়। এখন শুনতে পাই বিএনপি নেতা রাজু নাকি বিলে সেচে জড়িত ছিলো, এটি সম্পূর মিথ্যা অনলাইনে এটি গুজব ছড়ানো হয়েছে রাজুর মানসম্মান মারার লাগি।
শাহাজান আহমদ গ্রাম ভাদ গাও তিনি বলেন – গত কয়েকদিন যাবৎ একটি ভিডিও ফেইসবুকে দেখছি কে বা কারা বিল দখল করে মাছ মারতেছে। এ খবর শুনার পর আমরা এলাকার যুবসমাজ এক হয়ে ধলিয়া বিলে যাই গিয়া কয়েকটি সেচ পানির মেশিন পাই। বর্তমানে একটি কথা উঠছে জিএমএ মুক্তাদীর রাজু’র নাম শুনতে পাইরাম, আমি বলবো আমার সামনে যারা আছেন কেউ কইতে পারবেনা রাজু এ বিল নিয়ে কোন দিন আইছে বা বিল নিয়ে কোন কথা কইতে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত মিথ্যা বানোয়াট। আমরা ভাদ গাউর পক্ষ থেকে এর তিব্র নিন্দা জানাই। বিএনপি নেতা রাজুকে নিয়ে আওয়ামী কিছু ধূসররা হেয় প্রতিপন্ন করার পায়তারা করতেছে।

নরিয়া গ্রামের নাম প্রকাশ না করে বলেন- বিএনপি নেতা রাজু এ বিষয়ে জড়িত নয়। ফেইসবুকে বিগত আওয়ামী কিছু লোক অপপ্রচার করের রাজু’র সম্মান নষ্ট করার লাগি।

লিটন মিয়া গ্রাম নরিয়া তিনি বলেন – হঠাৎ করে দেখি আমরার নরিয়ার কিছু মানুষে বিল সেজ করের। আমার দেখা মতো বিল সেচ করের কয়েকজন মানুষে। এখন হুনরাম বিএনপি নেতা রাজুর নাম। আমি বলবো যারা রাজুর নাম ব্যবহার করের ইটা সম্পূর্ণ ষড়যন্ত্র। বিএনপি নেতারে পাশানোর লাগি একটা চক্র এ কাম করের। আমরা এরিয়া গ্রাম বাসীর পক্ষ তাকি তিব্র নিন্দা জানাই।
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাজু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – এই বিষয়ে আমি কিছু জানিনা। এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত, আমার সম্মান ক্ষুন্ন করার পায়তারা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Shahin Shahin

আরও দেখুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল নেতা রাজু’র বিরুদ্ধে পরিকল্পিত সংবাদ প্রচার, দলীয় পদ স্থগিত

Update Time : 05:17:31 pm, Saturday, 15 March 2025

অজিত দাস,বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু’র বিরুদ্ধে আইসল্যান্ড থেকে পরিচালিত শেখ নিউজ ডটকম অনলাইন পোর্টাল থেকে সংবাদ প্রচারের পর দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত (১১ মার্চ) শেখ নিউজ ডটকম নামে একটি নাম ঠিকানা বিহীন আইসল্যান্ড থেকে পরিচালিত পোর্টাল থেকে বিএনপির রাজু’র লোভ অন্য নেতার সম্পদে, অবৈধ দখল ও লুটপাট সংঘর্ষে উত্তাল হাওরের জনপদ শিরোনামে নিউজ প্রচার করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ও ভিডিও প্রচার করা হয়েছে। ধলাই বিল রাজুর নেতৃত্বে দখল ও বিল সেচ করা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে গত (১৩ মার্চ) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জিএমএ মুক্তাদীর রাজু দলীয় পদ স্থগিত করা হয়।
গঠনার সত্যতা জানতে গঠনাস্হল পরিদর্শন ও কয়েকটি গ্রামের সাধারণ জনগণের সাক্ষাৎকার নেওয়া হয়।
ধলিয়া বিল এলাকার ভাদ গাও গ্রামের প্রবিণ মুরব্বি সুলেমান মিয়া বলেন – গত (১০ মার্চ) ধলাই বিল কে বা কাহারা সেচ করে নিয়ে যাচ্ছে শুনতে পাই তাৎক্ষণিক আমরা এলাকার কয়েকশো মানুষ একত্রিত হয়ে বিলে গিয়ে কয়েকটি সেচ পানির মেশিন পাই। তিনি বলেন ধলিয়া বিল নিয়ে প্রায় ২০ বছর যাবৎ হামলা মামলা হয়েছে। তখন ছিলেন মামুন মিয়া চেয়ারম্যান ও গণি মিয়া দু’পক্ষই বিল নিয়ে সংঘর্ষ হয়েছে। তখন প্রায় ৮০ জন মামলার আসামী হয়েছিলাম। এক পর্যায়ে বিলটি স্থগিত করা হয়। গত ১০ মার্চ নরিয়া গ্রামের কিছু লোক বিলটি সেচ করার জন্য গিয়েছে। আমরা জানার পর এলাকা থেকে কয়েক শতাধিক মানুষ একত্র হয়ে বিলে যাই গিয়ে কয়েকটি সেচ মেশিন পাওয়া যায়। এখন শুনতে পাই বিএনপি নেতা রাজু নাকি বিলে সেচে জড়িত ছিলো, এটি সম্পূর মিথ্যা অনলাইনে এটি গুজব ছড়ানো হয়েছে রাজুর মানসম্মান মারার লাগি।
শাহাজান আহমদ গ্রাম ভাদ গাও তিনি বলেন – গত কয়েকদিন যাবৎ একটি ভিডিও ফেইসবুকে দেখছি কে বা কারা বিল দখল করে মাছ মারতেছে। এ খবর শুনার পর আমরা এলাকার যুবসমাজ এক হয়ে ধলিয়া বিলে যাই গিয়া কয়েকটি সেচ পানির মেশিন পাই। বর্তমানে একটি কথা উঠছে জিএমএ মুক্তাদীর রাজু’র নাম শুনতে পাইরাম, আমি বলবো আমার সামনে যারা আছেন কেউ কইতে পারবেনা রাজু এ বিল নিয়ে কোন দিন আইছে বা বিল নিয়ে কোন কথা কইতে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত মিথ্যা বানোয়াট। আমরা ভাদ গাউর পক্ষ থেকে এর তিব্র নিন্দা জানাই। বিএনপি নেতা রাজুকে নিয়ে আওয়ামী কিছু ধূসররা হেয় প্রতিপন্ন করার পায়তারা করতেছে।

নরিয়া গ্রামের নাম প্রকাশ না করে বলেন- বিএনপি নেতা রাজু এ বিষয়ে জড়িত নয়। ফেইসবুকে বিগত আওয়ামী কিছু লোক অপপ্রচার করের রাজু’র সম্মান নষ্ট করার লাগি।

লিটন মিয়া গ্রাম নরিয়া তিনি বলেন – হঠাৎ করে দেখি আমরার নরিয়ার কিছু মানুষে বিল সেজ করের। আমার দেখা মতো বিল সেচ করের কয়েকজন মানুষে। এখন হুনরাম বিএনপি নেতা রাজুর নাম। আমি বলবো যারা রাজুর নাম ব্যবহার করের ইটা সম্পূর্ণ ষড়যন্ত্র। বিএনপি নেতারে পাশানোর লাগি একটা চক্র এ কাম করের। আমরা এরিয়া গ্রাম বাসীর পক্ষ তাকি তিব্র নিন্দা জানাই।
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাজু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – এই বিষয়ে আমি কিছু জানিনা। এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত, আমার সম্মান ক্ষুন্ন করার পায়তারা করা হয়েছে।