
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। হোসেনপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)পৌর প্রশাসক ফরিদ আল সোহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াওঅনুষ্ঠানে নারী উদ্যোক্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত বিভিন্ন সমিতির সভানেত্রী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।