
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর সদর এলাকার যানযট নিরসন ও সড়ক শৃঙ্খলা ব্যবস্থাপনা বাস্তবায়নে হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফরিদ আল- সোহান, সেনাবাহীনির সহযোগিতায় বুধবার (১৯ মার্চ) দুপুরে হোসেনপুর উপজেলা সদরে সড়কে শৃংখলা ব্যাবস্থাপনার জন্য ০৫ টি পয়েন্টে পৌরসভার লোক নিয়োগ করেছেন। এছাড়াও বাজারের প্রধান প্রধান মহাজন বা ব্যাবসায়ীদেরকে অবৈধ মজুত করে বিভিন্ন নিত্য ও প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অপরদিকে বাজানের প্রধান সড়ককে পুন্যমূল্য যাচাই করে সকল ব্যাবসায়ীকে পবিত্র ঈদকে সামনে রেখে কোন অজুহাতে জিনিসপত্রের দাম না বাড়ানোর বিষয়ে নির্বাহী কর্মকর্তা দিকনির্দেশনা দিয়েছেন। অন্যদিকে ভেজাল পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করেছেন। উল্লেখ্য পবিত্র ঈদকে সামনে রেখে বাইরের উপজেলায় অটোসহ উপজেলার অটো চালকরা ঈদের কেনাকাটার যাত্রী নিয়ে হোসেনপুর উপজেলা সদরে আসার কারনে সড়কে শৃংখলা ভেঙ্গে পড়ায় চরম যানযট সৃষ্টি হওয়ায় প্রশাসন এ উদ্যেগ নিয়েছেন।