
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জজকোর্টের (অবঃ)পেশকার বীরমুক্তিযোদ্ধা নাজমুল আলমের নিজস্ব অর্থায়নে দলের প্রবীণ ও নবীনদের ছাড়াও এলাকাবাসীদের ২৫০ শতাধিক ঈদ উপহার দেয়া হয়েছে । শনিবার (৩০ মার্চ) সকালে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে নিজ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় । বীরমুক্তিযোদ্ধা নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্না আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সিদলা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপির নেতা আক্তারুজ্জামান পল্টু, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম নয়ন সহ স্থানীয় বিএনপি গণ্যমান্যব্যক্তিবর্গ। এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া,ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুলাই গনঅভ্যুত্থানে শহীদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।