
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
” তোমার আমার বাংলাদেশে ” ভোটা দিব মিলেমিশে ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালি বের হয়, র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত লিমন বোস, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, বিআরডিবির অফিসার হামিম রানা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ফকির, সহ বিভিন্ন দফতরে কর্মকর্তা, স্কুল, কলেজ, স্কাউটের সদস্যবৃন্দ।