
মোঃ কামরুল ইসলাম টিটুবাগেরহাট জেলা প্রতিনিধিঃ
১৪ ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসেশুভেচ্ছা জানিয়েছেন। সুন্দরবন ঘেষা-বাগেরহাটের শরণখোলাউপজেলার : বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা : জনাব সুদীপ্ত কুমার সিংহ। তিনি বলেন;পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন- সারাবিশ্বের আশ্চর্যজনক স্থানগুলোর মধ্যে একটি। এটি আমাদের দেশের শুধুমাত্র জাতীয় সম্পদ নয় বরং নিকট অতীতে আইলা কিংবা সিডরের মতো মহাপ্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে বাঁচিয়েছে মমতাময়ী মায়ের মতো। এখনো লাখো মানুষের প্রতিদিনের জীবন জীবিকা যোগান দেয় এই বন।এখানে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ছাড়াও অন্যান্য বন্যপ্রাণীর দর্শন সহজলভ্য।জেলে, বাওয়ালি, মৌয়ালদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ যেমন পাওয়া যায় তেমন রাতে পাওয়া যায় সুন্দরবনের শান্ত স্নিগ্ধ রূপ আর নদী সমুদ্রের অপরূপ সৌন্দর্য ।কচিখালী,কটকা,দুবলার চর,হিরনপয়েন্টে আছে সুন্দরবনের অপার সৌন্দর্যের হাতছানি। এখান থেকে সূর্য উদয় ও অস্তের দৃশ্য দেখার জন্য ভ্রমণ-পিপাসুরা যেমন ভিড় জমান- তেমনি পানির ভেতর থেকে সূর্য উঠে আসে আবার ডুবে যাওয়া দেখার জন্য সবাইকে হাতছানি দেয়।দুবলারচরে গেলে দেখা যাবে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অস্থায়ী জেলেপল্লী। হাজার হাজার জেলে ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে টিকে থাকার সংগ্রাম।এগিয়ে চলুক সুন্দরবন কোলঘেষা সকল জনপদ।মোঃ কামরুল ইসলাম টিটুবাগেরহাট শরণখোলাতারিখ:১৫-০২-২০২৫